ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন

নিহতের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শাহ আলম কেমিক্যাল গোডাউন ও সংলগ্ন প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে।

বুধবার (১৫ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় অবস্থিত শাহ আলম কেমিক্যাল গোডাউন ও সংলগ্ন প্রিন্টিং কারখানায় গতকাল ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কর্মস্থলে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে। এছাড়া দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত ও নিহতদের তালিকা প্রণয়ন; পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা; কারখানার ঝুঁকি নিরূপণ; ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।

কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে। এতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত ও নিহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় গাফিলতি ছিল কি না তা যাচাই, কারখানার ঝুঁকি নিরূপণ ও তা নিরসনে সুপারিশ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।

এমএএস/এমএএইচ/জিকেএস

টাইমলাইন

  1. ০৫:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে কেমিক্যাল করপোরেশনের টিম
  2. ০৫:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
  3. ১০:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি ব্লাস্টের
  4. ০৭:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহের মধ্যে ৬টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে
  5. ০৬:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনে উদ্ধার অভিযান শুরু করতে লাগতে পারে ২৪-৭২ ঘণ্টা
  6. ০৫:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরের অগ্নিকাণ্ড কাঠামোগত ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড: আইপিডি
  7. ০৪:২২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ এখনো নির্বাপণ হয়নি আগুন, ভেতরে কুণ্ডলীর মতো বিষাক্ত ধোঁয়া
  8. ০৪:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘আদরের ভাইটা এভাবে শুয়ে থাকবে কল্পনাও করতে পারিনি’
  9. ০৪:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ জামাতার মরদেহ শনাক্ত করলেও পাচ্ছেন না মেয়ের সন্ধান
  10. ০৩:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ নিহতের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা
  11. ০৩:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যালের ধোঁয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে
  12. ০৩:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনের বিষয়ে সরকারের শক্তিশালী পলিসি থাকতে হবে
  13. ০২:৪১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ রূপনগরের আগুনে হারিয়ে যাওয়া জীবনের খোঁজে স্বজনরা
  14. ০২:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ শনাক্তের দাবি স্বজনদের
  15. ০২:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: মরদেহ নিতে ঢাকা মেডিকেলে স্বজনদের ভিড়
  16. ১২:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ধোঁয়ায় ঢাকা রূপনগর, নিরাপত্তাহীন শহরের প্রতিচ্ছবি
  17. ১১:৪০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘দুই তলায় থাকলে আমিও মারা যাওয়া ১৬ জনের মধ্যেই থাকতাম’
  18. ১১:২৭ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: এখনো উড়ছে ধোঁয়া, ভিড় শ্রমিকদের
  19. ১১:২৩ এএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল ফায়ার স্যুট পরে গোডাউনের ভেতরে ঢুকছে ফায়ার ফাইটাররা
  20. ০২:৫৬ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শনে জামায়াত আমির
  21. ০২:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ঘটনার যথাযথ তদন্ত ও হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি
  22. ১২:৫০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুয়েট প্রতিনিধিদলের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত
  23. ১১:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ তারেক রহমানের শোক প্রকাশ, চান দায়ীদের জবাবদিহি
  24. ১১:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে, শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা
  25. ১০:৪১ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া
  26. ১০:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এক আগুনেই গেলো ১৬ প্রাণ, কবে টনক নড়বে কর্তৃপক্ষের?
  27. ১০:০০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ কাটিং মাস্টার নাজমুলের মুখে অগ্নিকাণ্ডের বর্ণনা
  28. ০৯:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ আগুন আগুন বলার পর থেকে খুঁজে পাচ্ছি না
  29. ০৯:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
  30. ০৯:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ নিচতলায় তীব্র আগুন-ছাদের গেটে তালা, ভবনে আটকে মারা যান ১৬ শ্রমিক
  31. ০৭:১৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬
  32. ০৭:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
  33. ০৫:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি
  34. ০৪:১৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ৯
  35. ০৩:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন
  36. ১২:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট