মিরপুরে অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শনে জামায়াত আমির
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান/ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে পোশাককারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াত আমির মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ক্ষতিগ্রস্ত পোশাককারখানা ও রাসায়নিক গুদাম পরিদর্শন করেন। তিনি কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি ঘটনাস্থলে উপস্থিত প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।
পরিদর্শনকালে শফিকুর রহমান নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদান ঘোষণা করেন। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেন।
জামায়াত আমির হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’ তিনি হতাহতদের পরিবারের সহায়তায় সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা, সংগঠন ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল বাতেন।
জামায়াত আমির এর আগে এক বিবৃতিতে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এছাড়া শফিকুর রহমান নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে ও আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
আরএএস/একিউএফ
টাইমলাইন
- ০৫:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে কেমিক্যাল করপোরেশনের টিম
- ০৫:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
- ১০:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি ব্লাস্টের
- ০৭:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহের মধ্যে ৬টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে
- ০৬:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনে উদ্ধার অভিযান শুরু করতে লাগতে পারে ২৪-৭২ ঘণ্টা
- ০৫:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরের অগ্নিকাণ্ড কাঠামোগত ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড: আইপিডি
- ০৪:২২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ এখনো নির্বাপণ হয়নি আগুন, ভেতরে কুণ্ডলীর মতো বিষাক্ত ধোঁয়া
- ০৪:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘আদরের ভাইটা এভাবে শুয়ে থাকবে কল্পনাও করতে পারিনি’
- ০৪:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ জামাতার মরদেহ শনাক্ত করলেও পাচ্ছেন না মেয়ের সন্ধান
- ০৩:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ নিহতের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা
- ০৩:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যালের ধোঁয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে
- ০৩:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনের বিষয়ে সরকারের শক্তিশালী পলিসি থাকতে হবে
- ০২:৪১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ রূপনগরের আগুনে হারিয়ে যাওয়া জীবনের খোঁজে স্বজনরা
- ০২:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ শনাক্তের দাবি স্বজনদের
- ০২:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: মরদেহ নিতে ঢাকা মেডিকেলে স্বজনদের ভিড়
- ১২:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ধোঁয়ায় ঢাকা রূপনগর, নিরাপত্তাহীন শহরের প্রতিচ্ছবি
- ১১:৪০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘দুই তলায় থাকলে আমিও মারা যাওয়া ১৬ জনের মধ্যেই থাকতাম’
- ১১:২৭ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: এখনো উড়ছে ধোঁয়া, ভিড় শ্রমিকদের
- ১১:২৩ এএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল ফায়ার স্যুট পরে গোডাউনের ভেতরে ঢুকছে ফায়ার ফাইটাররা
- ০২:৫৬ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শনে জামায়াত আমির
- ০২:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ঘটনার যথাযথ তদন্ত ও হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি
- ১২:৫০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুয়েট প্রতিনিধিদলের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত
- ১১:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ তারেক রহমানের শোক প্রকাশ, চান দায়ীদের জবাবদিহি
- ১১:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে, শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা
- ১০:৪১ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া
- ১০:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এক আগুনেই গেলো ১৬ প্রাণ, কবে টনক নড়বে কর্তৃপক্ষের?
- ১০:০০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ কাটিং মাস্টার নাজমুলের মুখে অগ্নিকাণ্ডের বর্ণনা
- ০৯:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ আগুন আগুন বলার পর থেকে খুঁজে পাচ্ছি না
- ০৯:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ০৯:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ নিচতলায় তীব্র আগুন-ছাদের গেটে তালা, ভবনে আটকে মারা যান ১৬ শ্রমিক
- ০৭:১৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬
- ০৭:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- ০৫:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি
- ০৪:১৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ৯
- ০৩:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন
- ১২:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট