ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আংটি দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত

‘আদরের ভাইটা এভাবে শুয়ে থাকবে কল্পনাও করতে পারিনি’

অভিজিত রায় (কৌশিক) | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের মতো গতকালও অফিসে গিয়েছিলেন আল-মামুন। অফিসে এসে ছোট ছেলের সঙ্গে মোবাইলে কথাও বললেন তিনি। এর কিছুক্ষণ পরই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে প্রাণ হারান মামুন। অনেক খোঁজাখুঁজির পরও ভাইয়ের সন্ধান না পেয়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে ভাই আল-মামুনের হাতের আংটি দেখে মরদেহ শনাক্ত করেন বোন মাহমুদা খাতুন। বলেন, আমার আদরের ভাইটা এভাবে শুয়ে থাকবে কল্পনাও করতে পারিনি।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে বসে এভাবেই আহাজারি করছিলেন বোন মাহমুদা খাতুন।

মাহমুদা খাতুন বলেন, ‎গতকাল আমার ভাই কাজে এসে সকালে ভিডিও কলে তার ছোট ছেলের সঙ্গে কথা বলেছিল। এরপর দুপুরের পর টিভিতে খবর দেখে আমার ভাইয়ের স্ত্রী আমার ভাইকে ফোন করেন। ততক্ষণে ভাইয়ের ফোন বন্ধ হয়ে যায়। এরপর আমরা গার্মেন্টসে ছুটে আসি। কিন্তু ভাইকে আর খুঁজে পাই না। ভাইকে খুঁজতে খুঁজতে হাসপাতালের মর্গে এসে হাতের আংটি দেখে ভাইকে চিনতে পারি।

‎তিনি জানান, তার ভাইয়ের নাম আল-মামুন। গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি থানায়। চলতি মাসে ভাই ইঞ্জিনিয়ার হিসেবে এই গার্মেন্টসে চাকরিতে যোগ দেয়। সে আমাদের খুব আদরের ছিল। গতকাল এসে ভাইকে অনেক খুঁজাখুঁজি করেছি। কোথাও খুঁজে পাইনি। হাসপাতালে এসে ভাইয়ের হাতের আংটি দেখে আমি চিনে ফেলি।

আংটি দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত

তিনি বলেন, আগুনের ধোঁয়ায় ভাইয়ের মুখ কালো হয়ে গেছে। মুখ দেখে চেনা যায় না। তার দুই পা এবং কাঁধের অংশ পুড়ে গেছে। কিন্তু চুল, দাঁড়ি সব ঠিক আছে। পরনের শার্ট-প্যান্ট কালো হয়ে গেছে। দেখে চেনার উপায় নেই। কিন্তু আংটি দেখে চিনতে পারি। আমার আদরের ভাইটা এভাবে শুয়ে থাকবে কল্পনা করতে পারিনি।

তিনি বলেন, ভাই চিরতরে আমাদের থেকে হারিয়ে গেছে। ‎এখন আমরা হাসপাতালে এসেছি। ভাইয়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাবো।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এই অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন। সবার মরদেহ পোশাক কারখানার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

মঙ্গলবার রাতে অগ্নিনিয়ন্ত্রণ ও উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

কেআর/এমআইএইচএস/জিকেএস

টাইমলাইন

  1. ০৫:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে কেমিক্যাল করপোরেশনের টিম
  2. ০৫:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
  3. ১০:০০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি ব্লাস্টের
  4. ০৭:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহের মধ্যে ৬টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে
  5. ০৬:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনে উদ্ধার অভিযান শুরু করতে লাগতে পারে ২৪-৭২ ঘণ্টা
  6. ০৫:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরের অগ্নিকাণ্ড কাঠামোগত ও গাফিলতিজনিত হত্যাকাণ্ড: আইপিডি
  7. ০৪:২২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ এখনো নির্বাপণ হয়নি আগুন, ভেতরে কুণ্ডলীর মতো বিষাক্ত ধোঁয়া
  8. ০৪:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘আদরের ভাইটা এভাবে শুয়ে থাকবে কল্পনাও করতে পারিনি’
  9. ০৪:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ জামাতার মরদেহ শনাক্ত করলেও পাচ্ছেন না মেয়ের সন্ধান
  10. ০৩:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ নিহতের পরিবারকে ২ লাখ, আহতদের ৫০ হাজার টাকা সহায়তা
  11. ০৩:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যালের ধোঁয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে
  12. ০৩:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল গোডাউনের বিষয়ে সরকারের শক্তিশালী পলিসি থাকতে হবে
  13. ০২:৪১ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ রূপনগরের আগুনে হারিয়ে যাওয়া জীবনের খোঁজে স্বজনরা
  14. ০২:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ শনাক্তের দাবি স্বজনদের
  15. ০২:১৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: মরদেহ নিতে ঢাকা মেডিকেলে স্বজনদের ভিড়
  16. ১২:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ ধোঁয়ায় ঢাকা রূপনগর, নিরাপত্তাহীন শহরের প্রতিচ্ছবি
  17. ১১:৪০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ‘দুই তলায় থাকলে আমিও মারা যাওয়া ১৬ জনের মধ্যেই থাকতাম’
  18. ১১:২৭ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ড: এখনো উড়ছে ধোঁয়া, ভিড় শ্রমিকদের
  19. ১১:২৩ এএম, ১৫ অক্টোবর ২০২৫ কেমিক্যাল ফায়ার স্যুট পরে গোডাউনের ভেতরে ঢুকছে ফায়ার ফাইটাররা
  20. ০২:৫৬ এএম, ১৫ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শনে জামায়াত আমির
  21. ০২:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২৫ ঘটনার যথাযথ তদন্ত ও হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি
  22. ১২:৫০ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুয়েট প্রতিনিধিদলের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত
  23. ১১:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ তারেক রহমানের শোক প্রকাশ, চান দায়ীদের জবাবদিহি
  24. ১১:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ১৬ মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে, শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা
  25. ১০:৪১ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া
  26. ১০:০৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এক আগুনেই গেলো ১৬ প্রাণ, কবে টনক নড়বে কর্তৃপক্ষের?
  27. ১০:০০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ কাটিং মাস্টার নাজমুলের মুখে অগ্নিকাণ্ডের বর্ণনা
  28. ০৯:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ আগুন আগুন বলার পর থেকে খুঁজে পাচ্ছি না
  29. ০৯:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
  30. ০৯:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ নিচতলায় তীব্র আগুন-ছাদের গেটে তালা, ভবনে আটকে মারা যান ১৬ শ্রমিক
  31. ০৭:১৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬
  32. ০৭:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
  33. ০৫:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ এখনো নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি
  34. ০৪:১৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ৯
  35. ০৩:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মিরপুরে কেমিক্যাল গোডাউনের আগুন
  36. ১২:৩৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট