ফেসবুকে সাংবাদিক ইলিয়াস

সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ২৪ অক্টোবর তার ভেরিয়ায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি এমন দাবি করেন।

সাংবাদিক ইলিয়াস হোসাইন লিখেছেন, ‘সালমান শাহের মায়ের ২৯ বছরের প্রচেষ্টায় ৩ দিন আগে হত্যা মামলা দায়ের সম্ভব হয়েছে।’

সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় কেন বাঁশের ছড়াছড়ি?
টিপু সুলতানের বই কিনলে মিজানের হোটেলে খাবার ফ্রি!

প্রশ্ন রেখে তিনি পোস্টে লিখেছেন, ‘আদালতের নির্দেশে মামলা দায়েরের পরেও আসামিরা ঘুরে বেড়াচ্ছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে! এটা কেমন হত্যা মামলা?’

সবশেষে তিনি দাবি জানান, ‘সালমান শাহ্ খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, সেটা বিচার করবে আদালত। কিন্তু আসামিদের তো ধরতে হবে। তদন্ত করতে হবে। আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।