রাজধানীতে ৩ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি
রাজধানীতে মাত্র তিন ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
রাজধানীতে বৃষ্টি এখনও চলছে। সোমবার (২৩ জুলাই) সারাদিনে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকালের চেয়ে মঙ্গলবার (২৪ জুলাই) বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত বজলুর রশীদ।

তিনি জানান, গত ছয় ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুন্ডুতে ১৪২ মিলিমিটার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে সোমবার ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১১০ মিলিমিটার।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে।

অনবরত বৃষ্টির কারণে রাজধানীতে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট ও লালবাগে জলজট ও যানজটের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় রীতিমতো নৌকায় মানুষ পারাপার চলছে বলে জানিয়েছেন।
এমইউ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি