‘প্রোপাগান্ডায়’ সেনাবাহিনীর সতর্কবার্তা
বাংলাদেশ সেনাবাহিনীর নামে ভুয়া ওয়েবসাইট তৈরি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। এসব প্রোপাগান্ডার ব্যাপারে সবাইকে সতর্ক করেছে সেনা কর্তৃপক্ষ।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বিবৃতিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হলো- www.army.mil.bd এবং Join Bangladesh Army joinbangladesharmy.army.mil.bd।
সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের লিংক: www.facebook.com ও ইউটিউব চ্যানেলের নাম: Bangladesh Army।
এগুলো ব্যতীত অন্যান্য সব ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রোপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
একইসঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর