ওয়েস্ট ইন্ডিজ- শ্রীলংকার সম্ভাব্য একাদশ
বিশ্বকাপ মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ (রোববার) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পাওয়ায় পর আরও বেশি আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ফলে আজকের ম্যাচে জয় দিয়ে মিশনে একধাপ এগিয়ে যেতে চায় দু`দল।
জেনে নেয়া যাক ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য) :
ক্রিস গেইল, জনসন চার্লেস, মার্লন সামুয়েলস, দিনেস রামদিন (উইকেট রক্ষক), ডুয়ায়েন ব্রাভো, এন্ড্রু রাসেল, ড্যারেন সামি (অধিনায়ক), চার্লস ব্রেইটওয়াইট, স্যামুয়েল বদ্রি, জেরোমে টেলর ও সুলেমান বেন।
শ্রীলঙ্কা (সম্ভাব্য) :
তিলেকারত্নে দিলশান, দিনেশ চান্দিমাল (উইকেট রক্ষক), লাহিরু থ্রিমান্নে, মিলিন্দা সিরিবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), থিসারা পেরেরা, চামারা কাপুগেদেরা, সেহান জায়াসুরিয়া, নুয়ান কুলাসেকেরা, দুষ্মন্ত চামিরা, রঙ্গনা হেরাথ।
আরএ/এমআর/এমএস