এসএমই ফাউন্ডেশন-ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০২ জুলাই ২০২৫
অর্থ উপদেষ্টার কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন নাজমুল হুসাইন

এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন।

বুধবার (২ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাত থেকে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

বিজ্ঞাপন

‘ক্লাস্টারে সমৃদ্ধ এসএমই খাতের অন্তরায় অর্থায়ন’ শীর্ষক প্রতিবেদনের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন নাজমুল হুসাইন।

এসএমই ফাউন্ডেশন-ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং ইআরএফ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা ও ইআরএফের নেতারা উপস্থিত ছিলেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

নাজমুল হুসাইন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করেন। স্নাতক শেষে তিনি রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন দৈনিক বণিক বার্তায়। তিনি শেয়ার বিজ ও বাংলাদেশের খবরেও কাজ করেন। এরপর তিনি যোগ দেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে। 

ইএআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।