আরএফইডির সভাপতি সাইদুর, সম্পাদক হিমেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
আরএফইডির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুকিমুল আহসান

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মঙ্গলবার) নির্বাচন কমিশনে সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য তারা নির্বাচিত হন। এর আগে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে

আরও পড়ুন: ক্র্যাবের সভাপতি তমাল সম্পাদক মামুন

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি একাত্তর টিভির তানিয়া রহমান ও যুগ্ম সম্পাদক বৈশাখী টিভির কাজী ফরিদ।

সাংগঠনিক সম্পাদক পদে এখন টিভির বোলায়েত হোসাইন, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. সিরাজুস সালেকীন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম বাশার নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ৩ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বখতিয়ারের

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- গাজী শাহনেওয়াজ, মাহমুদুল হাসান পারভেজ, মোসা. কাওসারা চৌধুরী কুমু, সৈকত সাদিক ও হামিদ সরকার।

আইএইচআর/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।