দ্বিতীয়ার্ধে হামজা-জামালসহ ৩ পরিবর্তন, আরেক গোল বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৪ জুন ২০২৫

বাংলাদেশকে লিড এনে দেওয়া হামজা চৌধুরীকে দ্বিতীয়ার্ধে বিশ্রাম দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বিশ্রাম দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়াকেও। তিনজনকে পরিবর্তন করে দ্বিতীয়ার্ধ শুরু করে চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেছে বাংলাদেশ।

হামজা, জামাল ও কাজেম শাহকে বসিয়ে ক্যাবরেরা মাঠে নামিয়েছেন মোরসালিন, রিদয় ও ইব্রাহিমকে।

বাংলাদেশের দ্বিতীয় গোল করেছেন সোহেল রানা। অভিজ্ঞ এই মিডফিল্ডার প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন।

এর পর ব্যবধান ৩-০ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। অনেকটা ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন রাকিব হোসেন। তবে তিনি বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।