রাজবাড়ীতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৬ জুন ২০১৬

রাজবাড়ীতে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৪৫ জন সাংবাদিককে নিয়ে তিনদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের অায়োজন ও রাজবাড়ী প্রেসক্লাবের সহযোগিতায় সার্কিট হাউজ মিলনায়তনে এ বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়। চলবে অাগামী ২৮ জুন পর্যন্ত।

এতে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জিহাদুল কবির।

রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার অাব্দুল মতিন এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মো. অালমগীর হোসেনসহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিঅাইবি এর সহকারী প্রশিক্ষক নাসিমূল অাহসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাবুল বাশার মিয়া , প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিকউদ্দিন ও সাবেক সভাপতি অাবু মুসা বিশ্বাস।

প্রথম দিনের প্রশিক্ষণে একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ অাহসান সংবাদের ধারণা, সংবাদ লেখার কাঠামো ও রীতি, টেলিভিশন রিপোর্টিং : মফস্বল সাংবাদিকদের করণীয় ও নিউজ রুমের কর্মপ্রবাহের উপর প্রশিক্ষণ দেন।

রুবেলুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।