সাংবাদিক বিজন সেনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সদ্য প্রয়াত নোয়াখালীর সিনিয়র সাংবাদিক, চ্যানেল আই ও ভোরের কাগজের প্রতিনিধি বিজন সেনের স্মরণে নোয়াখালী প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের শহীদ ইস্কান্দার কচি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন বিষাদের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, শাহ এমরান সুজন, নাসির উদ্দিন বাদল, বোরহান উদ্দিন, মেসবাহুল হক মিঠু, মিজানুর রহমান, সাইফুল্যাহ কামরুল, নিজাম উদ্দিন পিন্টু, জাহিদুর রহমান শামীম,আবু নাছের মঞ্জু, অমৃত লাল ভৌমিক, আকবর হোসেন সোহাগ, ফয়জুল ইসলাম জাহান, আসাদুজ্জামান চৌধুরী এবং প্রয়াত সাংবাদিক বিজন সেনের বড় মেয়ে তানিয়া সেন।

সভায় বক্তারা সাংবাদিক বিজন সেনের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মিজানুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।