সাংবাদিক রিশিত খান আর নেই


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৩ মে ২০১৭

অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকম`র জ্যেষ্ঠ সহ-সম্পাদক রিশিত খান (আব্দুর রশিদ) (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

শনিবার দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন রিশিত খান।

রিশিত খান স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি এর আগে দৈনিক ডেসটিনি, দৈনিক আজকের কাগজসহ বেশকিছু সাপ্তাহিক ও দৈনিকে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কানসোনা গ্রামে। তিনি রাজধানীর মিরপুরের মণিপুরি পাড়ায় পরিবার নিয়ে থাকতেন।

রিশিত খানের মৃত্যুতে জাগো নিউজের চিফ নিউজ এডিটর মহিউদ্দিন সরকারসহ অন্যান্যকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।