ক্র্যাব নির্বাচনের ভোট মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী মঙ্গলবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৯১ জন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র সাংবাদিক পারভেজ খানসহ চার সদস্যের নির্বাচন কমিশন।

এদিকে ভোটের একদিন আগে আগামীকাল সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এবার নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের ও মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মামুনুর রশীদ ও সিরাজুল ইসলাম।

এছাড়া সহ-সভাপতি পদে (১টি পদ) মিজানুর রহমান (মাসুম মিজান) ও শাহীন আবদুল বারী এবং যুগ্ম সম্পাদক (১ টি পদ) পদে ভোটে লড়ছেন নিয়াজ আহমেদ লাবু ও রুদ্র মিজান।

অর্থ সম্পাদক পদে এমদাদুল হক খানের সঙ্গে লড়ছেন হরলাল রায় সাগর। সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল হক বকুল (বকুল আহমেদ) ও খন্দকার হানিফ রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু হেনা রাসেল ও এস এম ফয়েজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর ও শেখ কালিমউল্যাহ, কল্যাণ সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী ও শাহীন আলম এবং আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ জাকারিয়া ও তানভীর হাসান লড়ছেন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে ইসমাঈল হুসাইন ইমু এবং দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যর তিন পদের বিপরীতে আবদুল্লাহ আল মামুন, এনামুল কবীর রুপম এবং জসীম উদ্দীনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্রমনির্ধারণের জন্য এসব পদেও ভোট হবে।

এনএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।