যতীন স্যারদের মৃত্যু হয় না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৪ আগস্ট ২০২৫

তাসমিয়া তহুরা

গতকাল দুপুরে
শহরের আকাশ যেন থমকে দাঁড়ালো,
বাতাসে জমলো শোকের ভার।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শীতল প্রহরে
শেষ নিঃশ্বাস ফেললেন আমাদের আলোকবর্তিকা-
অধ্যাপক যতীন সরকার।

কিন্তু যতীন স্যারদের মৃত্যু হয় না-
তাঁরা রয়ে যান অনন্ত স্রোতের মতো,
কর্মের দীপশিখায়,
সৃষ্টির রঙিন শৈলীতে,
আদর্শের অমল আকাশে।

বানপ্রস্থ আজ স্তব্ধ-
বৃক্ষপল্লব নুইয়ে আছে,
পাতার ফাঁকে ফিসফিসিয়ে বাতাস
যেন তাঁর কণ্ঠস্বর ফিরিয়ে আনে।
জন্মদিনের মাত্র পাঁচ দিন আগে
এসেছিলেন তিনি শেষবার,
যে দিনে সাধারণত গান, কবিতা, আবৃত্তি
আর ফুলের রঙে জেগে উঠত প্রাঙ্গণ,
আজ সেখানে শুধু শোকের কালো ছায়া।

শহীদ মিনার থেকে বানপ্রস্থ-
মানুষের ঢল, হাতে ফুল, চোখে অশ্রু।
তবু স্যার আর বলবেন না দিকনির্দেশনার কথা,
তাঁর কণ্ঠস্বর মিলিয়ে গেছে সময়ের ওপারে।

তবু তিনি আছেন-
বিশ্বাসের বীজে,
চিন্তার উর্বর মাটিতে,
প্রেরণার অনির্বাণ আগুনে।
যতীন স্যারদের মৃত্যু হয় না;
তাঁরা অন্ধকারে জ্বালিয়ে যান আলো,
প্রজন্ম থেকে প্রজন্মে
অমলিন থাকেন নদীর মতো অনন্ত।

স্যারের অন্তিম যাত্রা হোক শান্তিময়,
আর তাঁর রেখে যাওয়া আলো
জ্বালুক যুগের পর যুগ-
স্বপ্নের আকাশে, মানুষের হৃদয়ে।

এইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।