প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন আরিফুর রহমান দোলন
এমপি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।
ঈগল প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারের শুরুতে এমন অঙ্গীকার করেছেন তিনি।
সোমবার সকালে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঈগল প্রতীক বরাদ্দ পান দোলন। বিকেলে আলফাডাঙ্গার কামারগ্রামে বাবা ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন তিনি। পরে তিনি তার বাসভবনের সামনে সমবেত কর্মী-সমর্থকের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
ঈগল প্রতীকের প্রার্থী দোলন বলেন, আমি ফরিদপুর-১ আসনের মানুষের জন্য কাজ করে আসছি। এমপি নির্বাচিত হলে সবার জন্য কাজ করবো। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলাকে আমূল বদলে দেবো।
আরিফুর রহমান দোলন ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। পাশাপাশি তিনি ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও সফল। একাধিক প্রতিষ্ঠান তৈরি করে তিনি হাজারো মানুষের জীবিকার সংস্থান করেছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করে চালাতে পারবেন ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ৭ জানুয়ারি ভোটের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
এমএইচআর