আহতদের স্বজনদের দাবি
গাজীপুরে বাড়িতে আটকে কোপানো হয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়দের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ১১ শিক্ষার্থী।
আহতরা হলেন- শুভ শাহরিয়া (২০), মো. ইয়াকুব (২৪), গৌরব ঘোষ (২২), মো. কাশেম (১৭), মো. হাসান (২২), মো. হিমেল (২০), ওমর হামজা (২১), মো. আবীর খান (২২), রোহান আহমেদ (২২), মোহাম্মদ নাঈম (২১) ও সাব্বিন খান মিলন (২২)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদের মধ্যে ছয়জনকে ২০০ নম্বর ওয়ার্ডে এবং দুজনকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত ইয়াকুবের ভাই নাসির জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে যান। পরে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক লোকজন তাদের ওপর হামলা করে ও এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাড়ির ভেতরে আটকে পড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অনেককে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রোহান আহমেদ, নাঈম ও হাসান- এই তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটজনের মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
কাজী আল-আমিন/এএমএ/এমএস