প্রচারে সময় কমবে ও বিধি ভাঙলে প্রার্থিতা বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচনী প্রচারের সময় কমিয়ে সর্বোচ্চ ১৫ দিন করা ও আচরণিবিধি ভাঙলে প্রার্থিতা বাতিলের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া ১৮৪ পৃষ্ঠার চূড়ান্ত প্রস্তাবনায় এমন সুপারিশ করেছে কমিশন।

সুপারিশ:
১. নির্বাচনী তফসিলের সময় বাড়িয়ে দিয়ে প্রার্থিতা চূড়ান্ত করার সময় বেশি করা এবং প্রচার-প্রচারণার সময় কমানোর সুপারিশ করা। এক্ষেত্রে প্রচারের জন্য সর্বোচ্চ সময় থাকবে ১৫ দিন।

২. মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই করে মিথ্যা তথ্য পেলে প্রার্থিতা বাতিলের বধিান কঠোরভাবে প্রয়োগ করা।

৩. হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার কারণে আদালত কারো নির্বাচন বাতিল হলে তাকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে অযোগ্য করা।

৪. আচরণবিধি লঙ্ঘনের কারণেও প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া।

কমিশনের সুপারিশ দলগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার।

এমওএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।