অপারেশন ডেভিল হান্ট

শেখেরটেক-শ্যামলীতে যৌথবাহিনীর অভিযান, গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

এ কে এম মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় দিনব্যাপী অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালনা করে আদাবর থানা পুলিশ ও যৌথবাহিনী। অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- ইব্রাহিম (২২), মুন্না (১৯), সজল (২০), আনোয়ার (১৮), আকাশ, নুরুজ্জামান (২০), রওনাক, নয়ন (২২), সাফি, সাইম (২১), রাসেল (১৯), রবিউল ইসলাম বাবু (২২), সজীব (২০), রবিন (২০), সোহেল ওরফে মাউরা সোহেল (২৫), আলাল হোসেন (১৮), মালেক (২৮) আলামিন (২২)। তাদের মধ্যে দুইজন ডাকাতির প্রস্তুতি মামলায়, একজন মাদক মামলায়, একজন ওয়ারেন্টভুক্ত, একজন রিমান্ডের ও ১৪ জনকে ডিএমপি আধ্যাদেশে আদালতে পাঠানো হয়েছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা বোঝানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় স্থানীয়রা। অভিযোগ আছে, হামলায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন আহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ওই ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ যৌথ অভিযান শুরু হয়।

কেআর/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।