ছিনতাইকারী সন্দেহে উল্টো করে ঝুলিয়ে রাখা দুই যুবক ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে উল্টো করে ঝুলিয়ে রাখা দুই যুবক বকুল (৪০) ও নাদিমকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়।

উত্তরা পশ্চিম থানা উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই দুই যুবককে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতা উত্তরা বিএনএসআই ভবনের সামনের ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে রাখে। পরে আমরা খবর পেয়ে তাদের প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

এসআই আরও বলেন, আহত বকুল জিজ্ঞাসাবাদে জানান তিনি মিরপুরের ফুটপাতে ব্যবসা করেন এবং নাদিম গাড়িচালক বলে জানান।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।