বোয়ালখালীতে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালীতে মোজাম্মেল হক (৪২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার। গ্রেফতার মোজাম্মেল উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং শাকপুরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য। মোজাম্মেল বোয়ালখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা।

ওসি জানান, জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় মোজাম্মেলকে গ্রেফতার দেখানো হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।