ঢাকা মেডিকেলে ৭০ দালাল আটক, ৩৬ জনের জেল-জরিমানা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৭ মার্চ ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৭০ দালালকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। আর ১২ জন সরকারি কর্মীকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে দালালবিরোধী অভিযান শুরু হয়। প্রায় চার ঘণ্টা ধরে এনএসআই ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে।

বিকেল ৩টা পর্যন্ত চলা অভিযানে জরুরি বিভাগ, নতুন ভবন ও আউটডোরসহ বিভিন্ন জায়গা থেকে ৭০ জনকে আটক করা হয়।

ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ৩৬ জনকে জেল-জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আরও ১২ জন সরকারি স্টাফকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক কর্নেল মো. রকিবুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।