জিহাদের মৃত্যু : স্বত্বাধিকারী ও রেলওয়ে প্রকৌশলীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

ছেলে জিহাদকে উদ্ধার কাজে গাফিলতি ছিল এমন অভিযোগ এনে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও রেলওয়ের প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাবা নাসির উদ্দিন ফকির।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানায় গিয়ে তিনি এ মামলা দায়ের করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি আব্দুস সালাম ও রেলওয়ের প্রকৌশলী জাহাঙ্গির আলমের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার এসআই হিমাংসু চন্দ সুত্রধর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।