ইসি সানাউল্লাহ

প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটে যেতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রক্সি ভোট বর্তমানে কয়েকটি দেশে প্রচলিত আছে।

তিনি আরও বলেন, আগামী ৭ থেকে ৮ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বসবো ও মতামত নেবো। রাজনৈতিক দলগুলোরও মতামত নিয়ে সিদ্ধান্ত হবে।

এমওএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।