মন্ত্রী ও সচিবের কাছে থাকা বিশেষ অনুদান গেছে অস্তিত্বহীন পাঠাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৯ এপ্রিল ২০২৫

জাতীয় গ্রন্থকেন্দ্রে অতিরিক্ত মূল্য দেখিয়ে বই ক্রয় করে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুদকের জনসংযোগ দপ্তর জানায়, অভিযানে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বেসরকারি পাঠাগার কর্তৃক দাখিলকৃত আবেদন সরেজমিনে পরিদর্শন না করেই বেশ কিছু অস্তিত্বহীন ও নামসর্বস্ব বেসরকারি পাঠাগারকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রী ও সচিবের নিকট থাকা বিশেষ ২০ শতাংশ অনুদান অস্তিত্বহীন ও নামসর্বস্ব বেসরকারি পাঠাগারকে প্রদান করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদক জানায়, সারাদেশের গণগ্রন্থাগারগুলোতে বিতরণের জন্য বই নির্বাচনের ক্ষেত্রে জাতীয় গ্রন্থকেন্দ্রের বই নির্বাচন নীতিমালার ব্যত্যয় করে অনৈতিক সুবিধা প্রদান করা হয়েছে। সার্বিক বিবেচনায়, এ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে।

এদিকে, ভুয়া সনদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরি গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি অভিযান পরিচালনা করে দুদক। জানা যায় এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত নথি ও নিয়োগ সংক্রান্ত নথিসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিজ্ঞতার জাল সনদ ব্যবহার করে চাকরি গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ হয়েছে বলে প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। এই দুর্নীতি-অনিয়মের দায় দায়িত্ব নির্ধারণে নথিপত্র সংগ্রহ করে দুদক টিম। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এসএম/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।