মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ পিএম, ১০ এপ্রিল ২০২৫

রাজধানীর শাহআলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন রবিনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ডালকানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি জানান, সাদ্দাম হোসেন রবিন মাদক মামলার আসামি। গ্রেফতারি পরোয়ানা ইস্যুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল সাদ্দাম হোসেন রবিনকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।