আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২ এএম, ১০ মে ২০২৫
তিন দফা দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা/ ছবি- জাগো নিউজ

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১০টার পর শাহবাগ মোড়ে ছাত্র-জনতাকে অবস্থান করতে দেখা যায়। তবে শাহবাগের এই ব্লকেড কর্মসূচি চলছে গতকাল শুক্রবার বিকেল থেকে।

সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তবে গতকালের মতো ব্যাপক লোক সমাগম নেই। শাহবাগ মোড়ের চারদিকের সড়কের মুখে ব্যারিকেড দিয়ে মধ্যবর্তী স্থানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

এ সময় ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একটা একটা লীগ ধর, ধরে দরে জেলে ভর’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই’, ‘বিচার কর করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগে ছাত্র-জনতা

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ ও ছাত্র-জনতা। পরে সেখানে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির শীর্ষ নেতারা।

এছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা রাতেই যমুনার সামনে যান। পরে শুক্রবার দুপুরে যমুনা সংলগ্ন এলাকায় মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

তিন দফা দাবি
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

কেআর/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।