গুম কমিশনে জমা পড়েছে ১৮০০’র বেশি অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১২ মে ২০২৫

‘গুমসংক্রান্ত তদন্ত কমিশনে’ এ পর্যন্ত এক হাজার ৮০০’র বেশি অভিযোগ জমা পড়েছে। এমনটি জানিয়েছেন- কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

সোমবার (১২ মে) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডির (আরএফকে) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাতে এলে এ কথা বলেন কমিশনের সভাপতি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যান্জেলিটা বেয়েনস এবং অ্যাটর্নি স্টাফ (এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কমিশনের সভাপতি বলেন, কমিশনে এখন পর্যন্ত ১৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে এবং সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে কমিশন।

প্রতিনিধিদলের সদস্যরা কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুষ্ঠু-তদন্তের জন্য কমিশনের কার্যক্রম চলমান থাকা জরুরি বলে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার আশাও ব্যক্ত করেন।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

টিটি/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।