মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের চার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৮ মে ২০২৫
মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা ঢাকায় মানববন্ধন করেন

২০২৪ সালের ৩১ মে পর্যন্ত সময়ের মধ‍্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা চার দফা দাবি জানান।

রোববার (১৮ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, মালয়েশিয়া যেতে না পেরে গত এক বছর ধরে আমরা বেকার। এক বছর ধরে বহু আশ্বাস দেওয়া হলেও আমাদের কোনো দাবি মানা হয়নি। আমাদের একেকজন ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারিনি। ফলে পরিবার পরিজন নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছি। ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।

মানববন্ধনে আলমগীর হাসান নামের এক ভুক্তভোগী বলেন, গত জানুয়ারি মাসে আমাদের বলা হলো এ বছরের এপ্রিল মাসের মধ্যে আমাদের মালয়েশিয়া পাঠানো হবে। কিন্তু কোনো কিছু এখনো শুরু হয়নি। আমাদের অনেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অথচ আমাদের ক্ষতি হয়েছে ৪ থেকে ৬ লাখ টাকা করে। এজেন্সিগুলোও আমাদের টকা ফেরত দেয়নি, মালয়েশিয়াও যেতে পারিনি।

এসময় চার দফা দাবি জানান তারা। সেগুলো হলো-
১. ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত সময়ের মধ‍্যে আটকা পড়া সব কর্মীকে অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়া পাঠাতে হবে।

২. যেতে না পারা কর্মীদের কবে মালয়েশিয়া পাঠানো শুরু হবে সে বিষয়ে লিখিত দিতে হবে।
৩. আটকে পড়া কর্মীদের না নেওয়া পর্যন্ত নতুন কোনো কর্মী পাঠানো যাবে না।
৪. প্রাথমিকভাবে সরকার ঘোষিত ৭ হাজার ৯৬৪ জন কর্মীর সঙ্গে মানববন্ধনে উপস্থিত কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।

আরএএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।