২ জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকারের অর্থসহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২০ মে ২০২৫

এম টি বাংলার জ্যোতি ও এম টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ মে) রাজধানীর বিএসসি টাওয়ারে এক অনুষ্ঠানে জাহাজ দুটিতে অগ্নি-দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা করে মোট চারটি পরিবারের হাতে ১ কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এসময়ে উপদেষ্টা বলেন, সরকার সবসময় দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সহযোগিতা করছে। তাছাড়া এই আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে বিএসসি মেরিন কমিউনিটির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে।

বিএসসিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির কার্যক্রম আরও বিস্তৃত ও লাভজনক করতে দুটি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

২ জাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকারের অর্থসহায়তা

অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং করপোরেশনের বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থান কালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, অটোমেকানিক মো. নুরুল ইসলাম, দৈনিক ভিত্তিক ফিটার হারুন অর রশিদ নিহত হন। এছাড়া গত বছরের ৫ অক্টোবর বাংলার সৌরভ জাহাজে অগ্নি-দুর্ঘটনায় মো. সাদিক মিয়া আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরএমএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।