কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে বিরোধ

চট্টগ্রামে ছুরিকাঘাতের ৬ দিন পর হাসপাতালে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ এএম, ২২ মে ২০২৫

চট্টগ্রামে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাতের ৬ দিন পর ওয়াহিদুল হক সাব্বির নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই তরুণের মৃত্যু হয়।

সাব্বির নগরীর আইডিয়াল টেকনিক্যাল স্কুল নামে একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ ঘটনায় সাব্বিরের পরিবার নগরীর হালিশহর থানায় মামলা করেছেন। একজন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সাব্বিরের মামা শফিকুল বলেন, গত ১৬ মে শুক্রবার জুমার নামাজ পড়ার পর আবিদ নামে আরেক তরুণ তাকে ডেকে নিয়ে হালিশহরের নতুন বাজার বিশ্বরোড এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সিএমপির ডবলমুরিং জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ বলেন, কিশোর গ্যাং সদস্যদের মধ্যে বিরোধের জেরে নিহত সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনার পর একজনকে গ্রেফতার করা হয়। পরে ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হামলার পরেই মামলা হয়েছে। এখন আদালতের নির্দেশনা নিয়ে এটি হত্যা মামলায় রূপান্তর হবে।

এমডিআইএই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।