নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২২ মে ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার খানপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. কামরুল (৩৫), মো. আফ্রিদি (২৫), মো. আতিকুর (২৪) ও মো. সোহাগ (৩২) মিথিলা। দগ্ধ অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. সালাম বলেন, দগ্ধ সবাই খানপুর মিথিলা টেক্সটাইলে কাজ করেন। ভোরে দিকে রান্নাঘরে রান্না করতে গেলে লাইটার জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারে লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়।

তিনি বলেন, কামরুলের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায়, আতিকুর টাঙ্গাইল জেলার মধুবাগ, আফ্রিদি বরিশাল জেলার মুলাদী, সোহাগ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ। আহতরা আড়াইহাজারে খানপুর এলাকার একটি ম্যাচে থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আড়াইহাজারে খানপুর এলাকা থেকে চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে আফ্রিদির শরীরে ৮ শতাংশ, সোহাগের ২ শতাংশ, আতিকের ৫ শতাংশ এবং কামরুলের শরীরে ৪ শতাংশ দগ্ধ হয়েছে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।