সপ্তাহে দুদিন দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখবে সচিবালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৯ মে ২০২৫
সচিবালয়, সংগৃহীত ছবি

উপদেষ্টা পরিষদের সভা এবং অন্যান্য বিষয়াদি বিবেচনায় সপ্তাহে দুদিন, সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করেছে সরকার।

২৮ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার যুগ্ম সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, সচিবালয়ে আগুনের ঘটনায় দর্শনার্থী প্রবেশ বন্ধ করে সচিবালয়। এমনকি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদেরও প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সেসময়। সম্প্রতি সেটি শিথিল হলেও সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে ফের এ সপ্তাহে একদিন দর্শনার্থী প্রবেশাধিকার সংরক্ষিত করে সচিবালয়।

সর্বশেষ আদেশে সপ্তাহে দুদিন দর্শনার্থী প্রবেশ বন্ধ করলো সরকার।

এসইউজে/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।