অবশ্যই ইসি পুনর্গঠন হবে: এনসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২২ জুন ২০২৫
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি, অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। আমরা ‘বি’ অপশনে যাচ্ছি না।

রোববার (২২ জুন) নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইসি পুনর্গঠন না হলে এ ইসির অধীনে ভোটে যাবেন কি? এমন প্রশ্নে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি, ইসি পুনর্গঠন হবে। আমরা ‘বি’ অপশনে যাচ্ছি না। আর কোনো বিকল্প নেই।

প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক চেয়েছে এনসিপি। এরমধ্যে শাপলা-ই বরাদ্দ পাবেন বলে আশা করছি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেওয়ার শেষদিন ২২ জুন (রোববার)। শেষদিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে এনসিপি।

এনসিপির হয়ে আবেদন জমা দিতে রোববার দুপুরে নির্বাচন কমিশনে যান দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অসংখ্য নেতাকর্মী।

এমওএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।