জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ জুন ২০২৫
রোববার (২২ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের মতো বৈঠক হয়, ফাইল ছবি: জাগো নিউজ

দেশের বিভিন্ন খাতে সংস্কার আনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেছে। এই ধাপে মূলত প্রথম পর্বে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আবার আলোচনা হচ্ছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ আরও অনেকে উপস্থিত আছেন।

বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন।

দ্বিতীয় ধাপের প্রথম পাঁচ দিনে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯টি বিষয় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে দুটি বিষয়ে দলগুলো একমত হলেও, বেশিরভাগ বিষয়েই এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

কমিশনের পরিকল্পনা হলো, এই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনা করা। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনে আরও নতুন বিষয় যোগ করা হতে পারে। কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।

কেএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।