চীন-পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় জোট করছে না বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৬ জুন ২০২৫

চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে ত্রিপক্ষীয় জোট গঠনের গুঞ্জন ছড়ালেও তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ কোনো জোট গঠন করছে না।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো জোট গঠন করছি না। মূলত উদ্যোগটি চীনের এবং এটি পুরোপুরি অফিসিয়াল পর্যায়ে হয়েছে—রাজনৈতিক পর্যায়ে নয়।

তৌহিদ হোসেন জানান, কুনমিংয়ে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর সাইডলাইনে ৩ দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে একটি বৈঠক হয়। যেখানে মূল আলোচনার বিষয় ছিল কানেক্টিভিটি ও বাণিজ্য সহযোগিতা।

আপনারা যে জোট গঠনের কথা বলছেন, সে ধরনের কোনো আলোচনা সেখানে হয়নি। এটি নিছকই একটি প্র্যাকটিক্যাল সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার বিষয় ছিল, বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিন দেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন দিক তুলে ধরা হলেও বক্তব্যে সামঞ্জস্যের অভাব থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, প্রত্যেক দেশ নিজেদের দৃষ্টিকোণ থেকে বিবৃতি দিয়েছে। আমরা আমাদের মতো করে বলেছি। এখানে কিছু ডিনাই করার প্রয়োজন নেই। যেটুকু আলোচনা হয়েছে, তাতে বড় কোনো স্ট্রাকচারাল ব্যাপার ছিল না।

চীন ও পাকিস্তানের পক্ষ থেকে যৌথভাবে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব থাকলেও বাংলাদেশ তা এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। ভবিষ্যতে কোনো অগ্রগতি হলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

এ উদ্যোগ তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নেওয়া হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, অবশ্যই নয়। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এখানে কাউকে টার্গেট করার কোনো বিষয় নেই। ভারত যদি চায়, নেপাল বা অন্য কোনো দেশকে নিয়ে কানেক্টিভিটি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করতে, আমি কালকেই করতে রাজি।

তিনি আরও বলেন, চীন ও পাকিস্তান থাকার কারণে হয়ত আপনাদের প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু এটিকে অতিরিক্ত জল্পনার সুযোগ দেওয়া উচিত নয়।

জেপিআই/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।