কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ: স্ত্রীর পর মারা গেলেন স্বামী

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১০ জুলাই ২০২৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে এক বাসায় কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মো. রিপন (৪০) মারা গেছেন। এর আগে এ ঘটনায় মারা যান রিপনের স্ত্রী ইতি আক্তার (৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো দুজনে। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে রাফিয়া (৪) চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন। এর আগে দুপুর ১টার দিকে মারা যান রিপনের স্ত্রী ইতি আক্তার।

এর আগে বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাসলিমা মনি বলেন, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদরাসা গলির ছয়তলা ভবনের নিচতলায় মশার কয়েল জ্বালানোর সময় গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, যাত্রাবাড়ী থেকে মেয়েসহ দগ্ধ এক দম্পতি আসে। তাদের মধ্যে দুজন মারা গেছেন। নিহতদের মধ্যে স্ত্রী ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ এবং স্বামী রিপনের ৭০ শতাংশ দগ্ধ ছিল। এখনো চিকিৎসাধীন তাদের মেয়ে রাফিয়ার ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান তিনি।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।