ঝিনাইদহ সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৯ জুলাই ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। শনিবার (১৯ জুলাই) দিনব্যাপী পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনাথপুর বিওপির অভিযানে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজন নারীকে আটক করে বিজিবি। এছাড়া খোসালপুর বিওপির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে টহল পরিচালনাকালে দুই নারী ও এক শিশুকে আটক করা হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে বাঘাডাংগা বিওপির নায়েক অখিল চন্দ্র হাজরা দুজনকে আটক করেন। আটক দুজনের মধ্যে একজন নারী ছিলেন। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।’

শাহজাহান নবীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।