উবারচালকের জিম্মায় সঙ্গীতশিল্পী নোবেলকে ছেড়ে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২০ জুলাই ২০২৫
মদ্যপ অবস্থায় উবারচালককে মারধর করছেন সঙ্গীতশিল্পী নোবেল

মধ্যরাতে মদ্যপ অবস্থায় এক উবারচালককে মারধরের অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার গভীর রাতে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মিরপুর থানা পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে সকালে উবারচালক আকবর হোসেনের জিম্মায় নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উবার চালকের জিম্মায় সঙ্গীতশিল্পী নোবেলকে ছেড়ে দিলো পুলিশ

রোববার (২০ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সাজ্জাদ রোমান বলেন, উবারচালক আকবর হোসেনের কোনো অভিযোগ না থাকায় সকালে তার জিম্মায় গায়ক নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেআর/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।