সোমবারের মধ্যেই সব দলের কাছে জুলাই সনদের খসড়া পৌঁছাবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৭ জুলাই ২০২৫
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ

জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সোমবারের (২৮ জুলাই) মধ্যেই এটি সব রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রোববার (২৭ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের শুরুতে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত। সেটা সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

তিনি আরও বলেন, আজ (রোববার) থেকে আগামী তিনদিনের মধ্যে আমি আশা করছি অনেকগুলো কাজ সম্পাদন করে আমরা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো বা চূড়ান্তে উপনীত হতে পারবো। আপনারা (রাজনৈতিক দলগুলো) অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। সেই চেষ্টায় অবশ্যই সফলতা আসবে। এই বিশ্বাস ও আস্থা আমাদের রাখা দরকার।

ঐকমত্য কমিশনের বৈঠকে আজকের আলোচ্য বিষয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি; নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ; ও পুলিশ কমিশন গঠন।

এমএইচএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।