পুলিশের ঝুঁকিভাতা বাড়ছে ৩০০ থেকে ১০৮০ টাকা

সাঈদ শিপন
সাঈদ শিপন সাঈদ শিপন , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ৩০ জুলাই ২০২৫
নানান সময়ে বৈরী পরিবেশেও দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের/ ফাইল ছবি

পুলিশের কনস্টেবল, নায়েক, এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) এবং এসআই, সার্জেন্ট ও টিএসআইয়ের ঝুঁকিভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঝুঁকিভাতা কত বাড়ানো হবে এরই মধ্যে তা চূড়ান্ত করা হয়েছে। পদ ও চাকরির মেয়াদ অনুযায়ী সর্বনিম্ন ৩০০ টাকা এবং সর্বোচ্চ এক হাজার ৮০ টাকা পর্যন্ত ঝুঁকিভাতা বাড়ানো হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের প্রবিধি শাখা থেকে পুলিশের নতুন ঝুঁকিভাতার হার চূড়ান্ত করা হয়েছে। তবে এটি এখনো কার্যকর করা হয়নি। শিগগির অর্থ বিভাগ থেকে এসআরও জারি করে নতুন ঝুঁকিভাতা কর্যকর করা হবে।

বর্তমানে পুলিশের কনস্টেবল, নায়েক, এএসআই এবং এসআই, সার্জেন্ট, টিএসআই ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঝুঁকিভাতা পাচ্ছেন। সে হিসাবে ১০ বছর পর বাড়ানো হচ্ছে পুলিশের ঝুঁকিভাতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশের কনস্টেবল, নায়েক, এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) এবং এসআই, সার্জেন্ট, টিএসআই ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঝুঁকিভাতা পাচ্ছেন। সে হিসাবে ১০ বছর পর বাড়ানো হচ্ছে পুলিশের ঝুঁকিভাতা।

কনস্টেবল পদে ঝুঁকিভাতা বাড়ানো হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর তাদের ঝুঁকিভাতা বাড়ানো হচ্ছে ৩০০ টাকা। এছাড়া চাকরির বয়স ৫ থেকে ১০ বছরের ক্ষেত্রে ৩৬০ টাকা, চকরির বয়স ১০ থেকে ১৫ বছরের ক্ষেত্রে ৪৪০ টাকা, চাকরির বয়স ১৫ থেকে ২০ বছরের ক্ষেত্রে ৫০০ টাকা এবং চাকরির বয়স ২০ বছরের বেশিদের ক্ষেত্রে ৬০০ টাকা ঝুঁকিভাতা বাড়ানো হচ্ছে।

এতে যেসব কনস্টেবলের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা বেড়ে হবে এক হাজার ৮০০ টাকা। এছাড়া চাকরির বয়স ৫ থেকে ১০ বছরের ক্ষেত্রে ২ হাজার ১৬০ টাকা, চাকরির বয়স ১০ থেকে ১৫ বছরের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা, চাকরির বয়স ১৫ থেকে ২০ বছরের ক্ষেত্রে ৩ হাজার টাকা এবং চাকরির বয়স ২০ বছরের বেশি যাদের তাদের ক্ষেত্রে ৩ হাজার ৬০০ টাকা মাসিক ঝুঁকিভাতা নির্ধারণ করা হচ্ছে।

পুলিশের ঝুঁকিভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তবে এটি এখনো কার্যকর হয়নি। অর্থ বিভাগ থেকে এসআরও জারির পর নতুন ঝুঁকিভাতা কার্যকর হবে।- অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. ফেরদৌস আলম

নায়েকদের ঝুঁকিভাতা বাড়ছে ৩৪০ থেকে ৬৮০ টাকা
পুলিশের নায়েক পদে যারা চাকরি করেন তাদের ঝুঁকিভাতা ৩৪০ টাকা থেকে ৬৮০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৩৪০ টাকা বাড়িয়ে ২ হাজার ৪০ টাকা করা হচ্ছে। চাকরির বয়স ৫ থেকে ১০ বছরের ক্ষেত্রে ঝুঁকিভাতা ৪০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ২ হাজার ৪০০ টাকা।

এছাড়া যেসব নায়েকের চকরির বয়স ১০ থেকে ১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৪৮০ টাকা বাড়িয়ে ২ হাজার ৮৮০ টাকা করা হচ্ছে। যাদের চকরির বয়স ১৫ থেকে ২০ বছর তাদের ঝুঁকিভাতা ৫৮০ বাড়িয়ে করা হচ্ছে ৩ হাজার ৪৮০ টাকা। এছাড়া যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা ৬৮০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮০ টাকা করা হচ্ছে।

এএসআই পদে ঝুঁকিভাতা বাড়ছে ৩৬০ থেকে ৭৬০ টাকা
পুলিশের এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) পদে যারা চাকরি করেন তাদের ঝুঁকিভাতা ৩৬০ টাকা থেকে ৭৬০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৩৬০ টাকা বাড়িয়ে ২ হাজার ১৬০ টাকা করা হচ্ছে। এছাড়া যাদের চাকরির বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে তাদের ঝুঁকিভাতা ৪৪০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ২ হাজার ৬৪০ টাকা।

যেসব এএসআইয়ের চকরির বয়স ১০ থেকে ১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৫৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ২৪০ টাকা করা হচ্ছে। যাদের চকরির বয়স ১৫ থেকে ২০ বছর তাদের ঝুঁকিভাতা ৬৪০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৩ হাজার ৮৪০ টাকা। এছাড়া যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা ৭৬০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৬০ টাকা করা হচ্ছে।

এসআই-সার্জেন্ট-টিএসআইয়ের ঝুঁকিভাতা বাড়ছে ৫৪০ থেকে ১০৮০ টাকা
পুলিশের এসআই, সার্জেন্ট, টিএসআই পদে ঝুঁকিভাতা ৫৪০ টাকা থেকে এক হাজার ৮০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৫৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ২৪০ টাকা করা হচ্ছে। যাদের চাকরির বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে তাদের ঝুঁকিভাতা ৬৪০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৩ হাজার ৮৪০ টাকা।

এছাড়া যেসব এসআই, সার্জেন্ট, টিএসআইয়ের চকরির বয়স ১০ থেকে ১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৭৬০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৬০ টাকা করা হচ্ছে। যাদের চকরির বয়স ১৫ থেকে ২০ বছর তাদের ঝুঁকিভাতা ৯০০ বাড়িয়ে করা হচ্ছে ৫ হাজার ৪০০ টাকা। এছাড়া যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা এক হাজার ৮০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৪৮০ টাকা করা হচ্ছে।

এসব বিষয়ে কথা হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. ফেরদৌস আলমের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, পুলিশের ঝুঁকিভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তবে এটি এখনো কার্যকর হয়নি। অর্থ বিভাগ থেকে এসআরও জারির পর নতুন ঝুঁকিভাতা কার্যকর হবে।

এমএএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।