তাসকিনের সঙ্গে বন্ধু সৌরভের সমঝোতা, জিডি প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ৩১ জুলাই ২০২৫
ক্রিকেটার তাসকিন আহমেদ/ফাইল ছবি

ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে ৪৮ ঘণ্টা মুলতবির আবেদন করেছিলেন তিনি।

সম্প্রতি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ আনা হয়। যদিও তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।

অবশেষে বন্ধুদের পরিবারের সঙ্গে বসে বিষয়টির মীমাংসা করেছেন তাসকিন। মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগও তুলে নিয়েছেন তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জাগো নিউজকে বলেন, তাসকিন ও তার বন্ধু সৌরভের মধ্যে সমঝোতা হয়েছে। সৌরভ জিডিটি প্রত্যাহার করেছেন।

গত রোববার রাতে তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় জিডি করেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ।

অভিযোগে তিনি বলেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে আছে। গেলো ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন।

টিটি/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।