কর্ণফুলী আবাসিকে ৩১ বছরের পানি সংকট নিরসন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৩১ জুলাই ২০২৫

দীর্ঘ ৩১ বছর পর পানির সংকট কাটছে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী আবাসিক এলাকায়। এ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা ও কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এই চুক্তিকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিডিএর সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ারা বেগম। সমিতির পক্ষে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ–সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। এ প্রকল্পটিতে ১৯৯৪ সালে ৫১৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, দৃষ্টিনন্দন এই প্রকল্প বাস্তবায়নে সিডিএ সর্বাত্মক সহযোগিতা করবে। এটি শুধু আনুষ্ঠানিক চুক্তি নয়। এর বাস্তবায়নের মাধ্যমে যেন কর্ণফুলী হাউজিংয়ের প্লট মালিকরা সরাসরি উপকৃত হন, সেই লক্ষ্যেই আমাদের অঙ্গীকার।

চট্টগ্রাম ওয়াসার এমডি মনোয়ারা বেগম বলেন, ভান্ডালজুড়ি প্রকল্পের আওতায় ৫১৯টি প্লট মালিক পানি সংযোগের হকদার। প্রাথমিকভাবে ৫০ লাখ লিটার পানি সরবরাহ করা হবে। অর্থ প্রাপ্তির তিন মাসের মধ্যেই সংযোগ কার্যক্রম শুরু হবে।

দীর্ঘদিনের পানি সংকট নিরসনে সিডিএ সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়
দীর্ঘদিনের পানি সংকট নিরসনে সিডিএ সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়

চুক্তি অনুযায়ী প্রতি প্লট মালিককে ৪০ হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। প্রকল্পের আওতায় পানির পাইপলাইন সমপ্রসারণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ একাধিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে সিডিএ কর্ণফুলী হাউজিং এলাকার দীর্ঘ ৩১ বছরের পানি সংকট নিরসনের মধ্য দিয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে সিডিএর পক্ষে স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, সচিব রবীন্দ্র চাকমা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, স্টেট অফিসার মোহাম্মদ আলমগীর খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস, ওয়াসার পক্ষে প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্লট মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সহ–সভাপতি গোলাম ওয়ারেস, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, যুগ্ম সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, অ্যাডভোকেট আশীষ কিরণ দাশ, অ্যাডভোকেট কে এম শান্তনু চৌধুরী প্রমুখ।

এমডিআইএইচ/কেএসআর//জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।