প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩৬ এএম, ০১ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করায় বাংলাদেশের শুল্ক আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটি আমাদের কূটনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য বিজয়।

প্রধান উপদেষ্টা বলেন, শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম। আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অগ্রগতির প্রতি অটল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারা (আলোচক দল) গত ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করেছেন। যে চুক্তিটি তারা সম্পাদন করেছেন, তা আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছেন, বিশ্বের বৃহত্তম ভোক্তাবাজারে আমাদের প্রবেশাধিকারে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আমাদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত রেখেছে।

তিনি আরও বলেন, এ অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক পরিসরে ক্রমবর্ধমান শক্তির প্রতিফলনই নয় বরং আরও বড় সম্ভাবনা, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা এবং একটি শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে সাহসী ভিশনের এক অনন্য প্রমাণ।

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।