জুলাই সনদ নিয়ে পুলিশের নামে চিঠি, সদরদপ্তর বলছে ‘ভুয়া’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ পিএম, ০২ আগস্ট ২০২৫
পুলিশ সদরদপ্তর/ফাইল ছবি

জুলাই সনদ নিয়ে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া সংশ্লিষ্ট একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‌চিঠিতে জুলাই আন্দোলনে সব পুলিশ হত্যার সুষ্ঠু তদন্ত করার কথা বলা হয়েছে।

তবে পুলিশ সদরদপ্তর বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ‘সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন’।

শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি পুলিশ সদরদপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদরদপ্তরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের বক্তব‍্য নিম্নরূপ-

১। চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকেই ইস্যু করা হয়নি।

২। চিঠির বক্তব‍্য বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদরদপ্তরের অনুসৃত নীতিমালার পরিপন্থি।

৩। চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেওয়া হয়েছে তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন।

এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পুলিশ সদরদপ্তর।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।