বেওয়ারিশ হিসেবে দাফন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ৬ মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৬ আগস্ট ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এক বছর ধরে পড়ে থাকা ছয়টি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

আঞ্জুমান মুফিদুল ইসলাম মরদেহগুলো দাফনের কাজ সম্পন্ন করবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (৭ আগস্ট) এসব মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

এই ছয় মরদেহের মধ্যে রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের এক নারী কর্মী ও পাঁচজন পুরুষ। দীর্ঘ সময়েও স্বজনদের কেউ ডিএনএ পরীক্ষাসহ পরিচয় শনাক্তে আগ্রহ না দেখানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জাগো নিউজকে বলেন, আদালতের নির্দেশে ছয়জনের মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/টিটি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।