হাতিরঝিলে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টি, আটক ৫

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৯ অক্টোবর ২০২৫

রাজধানীর হাতিরঝিল থানাধীন রেইনবো ক্রসিং এলাকা অতিক্রমের সময় একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি অচেতন হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এ ঘটনায় অজ্ঞান পার্টি চক্রের পাঁচ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। চক্রের এ পাঁচ সদস্য হলেন- নুর আলম (৪৫), ওসমান (৪০), রশিদ (৪৭), কামাল (৪৫) ও বিল্লাল (৪০)।

বুধবার (৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. হামীম জানান, গুলিস্তান থেকে ছেড়ে আসা গাজীপুর পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির সদস্যরা মান্নানকে কৌশলে মাদক জাতীয় দ্রব্য খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর বাসে থাকা অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে পাঁচ সন্দেহভাজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি জানান, এসময় মান্নানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫৯ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তি ও গণপিটুনিতে আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, অজ্ঞান পার্টির আটক সদস্যদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভুক্তভোগী মান্নান বরিশালের মেহেন্দিগঞ্জ থানাজাঙ্গালিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের সন্তান। বর্তমানে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় থাকতেন।

কাজী আল-আমিন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।