সহকারী কমিশনার শফিকুল ইসলাম চাকরিচ্যুত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২০ অক্টোবর ২০২৫

অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে শফিকুল ইসলাম নামের একজন সহকারী কমিশনারকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) তাকে চাকরিচ্যুত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. শফিকুল ইসলাম ৪১তম বিসিএসের মাধ্যমে ২০২৪ সালের ২৮ জুলাই বিসিএস (প্রশাসন) ক্যাডারে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন। তিনি ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ২৯ জুলাই যোগদান করেন।

তবে, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তার শিক্ষানবিশকালীন চাকরির আচরণ ও কর্মসম্পাদন সন্তোষজনক নয়। ফলে, ‌‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৬(২) (ক) অনুযায়ী তার নিয়োগের অবসান ঘটানো হয়েছে।

আরএমএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।