আশা আইন উপদেষ্টা

এনসিপির প্রতীকের বিষয়টি ইসি দ্রুত নিষ্পত্তি করবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচন কমিশন দ্রুত নিষ্পত্তি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাগো নিউজের প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এ প্রতিবেদক তার কাছে প্রশ্ন রাখেন- একদিকে এনসিপি বলছে শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবে না, এদিকে নির্বাচন কমিশন বলছে এটা দেওয়া সম্ভব না। এ অবস্থায় আইনগতভাবে কার অবস্থান সঠিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন?

এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ডিফিকাল্ট কোশ্চেন। এখন এ ধরনের পরিস্থিতিতে মতামত কম দেওয়াই ভালো।

তিনি বলেন, মতামত দেওয়ার জন্য একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলাম, এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত দেওয়া উচিত না। আমরা আশা করবো ইলেকশন কমিশন যেন দ্রুত এ বিষয়টা নিষ্পত্তি করে।

এমইউ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।