৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
নির্বাচন ভবন/ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বসবে সংস্থাটি। আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। আগামী মঙ্গলবার সকাল-বিকেল দুই ভাগে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে সুশীল সমাজ, নারীনেত্রী, বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে সংস্থাটি।

এমওএস/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।